আজ ৬ চৈত্র, ১৪২৯
 “স্বপ্ন উড়াও” এর পক্ষ থেকে সকল বয়সের শিক্ষার্থী জন্য সাধারন জ্ঞান কুইজ প্রতিযোগিতা চাকরী না হওয়া পর্যন্ত । অংশগ্রহন করে প্রতিমাসে জিতে নাও শিক্ষাবৃত্তি ,মেধাবি ০৩জন । 
logo
যে নামের আলো

যে নামের আলো

বাউন্ডূলে রবীন

ক্ষমা করে দাও আমায়

সেই নামের উসিলায়

পবিত্র হয়ে আমি ডাকিবো তোমায় ।

তোমার বন্ধু পরশপাথর

লাগাইবো সেই নামের আতর

খুঁজবো তারে আমি সোনার মদিনায় ।

চারিদিকে যাহা দেখি

সবি তার নূরের বাতি

তিনি না এলে ভবে মাওলা তোমায় পেতাম না ।

যত পাঠাইলে পয়গম্বর

চিনাইতে সেই নাম মোহাম্মাদ

আরসে রাখিয়ে তারে ওহে রাব্বানা ।

আল আমিন যে জন নবুয়াতে রাসুল মোহাম্মাদ

কাফির মুস্রীক রাখিল নিজ আমানাত

জীব জানোয়ার চিনিল গো তারে, অবুঝ মন তারে খোঁজ না।

তপ্ত উই মরুর বুকে জাহিলাতের সেই যুগে

তুমি রব এক আল্লাহ হক

ওহি পাঠালেন তুমি নবী দিলেন ঘোষণা ।

এবাদতে নাই শরিক তোমার মোহাম্মাদ রাসুল

এ কালিমায় তুমি আছো মিশে দুজন দুজনার

রোজ হাশরে মুমিন পার হবে মুখে নিয়ে এ কালিমা ।

০১-০৫-২০২১



কুইজ

জানা-অজানা
  • নিম্নোক্ত দেশগুলির মধ্যে লোহা ও ইস্পাত শিল্প প্রায় সম্পূর্ণরূপে আমদানি করা কাঁচামালের উপর নির্ভরশীল?
    ব্রিটেন
    জাপান
    পোল্যান্ড
    জার্মানি
  • কে BALLPOINT PEN আবিষ্কার করেছেন?
    Biro Brothers
    Waterman Brothers
    Bicc Brothers
    Write Brothers
  • গ্যালিলিও কি উদ্ভাবন করেছেন?
    ব্যারোমিটার
    পেন্ডুলাম ঘড়ি
    মাইক্রোস্কোপ
    থার্মোমিটার
  • আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) সদর দফতর
    ভিয়েনা
    জেনেভা
    রোম
    প্যারিস
  • এই সিরিজটি দেখুন: 2, 1, (1/2), (1/4), ... পরবর্তী সংখ্যা কত হবে?
    (1/3)
    (1/8)
    (২/8)
    (1/16)


অঙ্কন

ফটোগ্রাফী

ভিডিও ক্লিপ

কমিকস্

দর্শনের জরীপ
অনলাইনে উপস্থিত
সদস্য: ০ অতিথি: ১

২১০৬৫

আজ
গতকাল
এই সপ্তাহে১৮
এই মাসে১৮