যে নামের আলো
বাউন্ডূলে রবীন
ক্ষমা করে দাও আমায়
সেই নামের উসিলায়
পবিত্র হয়ে আমি ডাকিবো তোমায় ।
তোমার বন্ধু পরশপাথর
লাগাইবো সেই নামের আতর
খুঁজবো তারে আমি সোনার মদিনায় ।
চারিদিকে যাহা দেখি
সবি তার নূরের বাতি
তিনি না এলে ভবে মাওলা তোমায় পেতাম না ।
যত পাঠাইলে পয়গম্বর
চিনাইতে সেই নাম মোহাম্মাদ
আরসে রাখিয়ে তারে ওহে রাব্বানা ।
আল আমিন যে জন নবুয়াতে রাসুল মোহাম্মাদ
কাফির মুস্রীক রাখিল নিজ আমানাত
জীব জানোয়ার চিনিল গো তারে, অবুঝ মন তারে খোঁজ না।
তপ্ত উই মরুর বুকে জাহিলাতের সেই যুগে
তুমি রব এক আল্লাহ হক
ওহি পাঠালেন তুমি নবী দিলেন ঘোষণা ।
এবাদতে নাই শরিক তোমার মোহাম্মাদ রাসুল
এ কালিমায় তুমি আছো মিশে দুজন দুজনার
রোজ হাশরে মুমিন পার হবে মুখে নিয়ে এ কালিমা ।
০১-০৫-২০২১
অনলাইনে উপস্থিত | |
সদস্য: ০ | অতিথি: ১ |
২১০৬৫ | |
আজ | ৬ |
গতকাল | ২ |
এই সপ্তাহে | ১৮ |
এই মাসে | ১৮ |