শূন্যে ভাসমান
বাউন্ডূলে রবীন
তারাদের উঠোনে জেগে দেখছে কি চাঁদ?
গতিময় বাতাসে ভেসে আশে জোৎস্মা
জোয়ারে ফুঁসে উঠছে নদী
চর ডুবেছে গরুরপাল ভাসছে
কলা গাছের ভেলায় ডুলছে কিশোরী
শাপলা শালুক ফুলের মেলায় ফড়িংটা
লেজ ডুবিয়ে জলে নাচছে বেশ দিনের শেষে ।
অজানা পানে দৃষ্টি আমার
খুঁজেছি কি তারে যে আমার প্রানের রেশ?
বাবুই পাখিটা ধুলছে, তালগাছটা স্থির
সে ছিলো আছে দাঁড়িয়ে মাথা উঁচু তার
সে নিরবে দেয় সে কি জানে ?
কেন? কার হয়ে?
ছায়া, ফল , বায়ূ ছড়াও
এক জনম , এক জনমে
বাবুই, ফড়িং, শাপলা- শালুক
তালগাছটা, কিশোরী, গরুরপাল
জল, ভেলা
পরিপুরক সবাই সকলে
আমি বোকাটাই দাঁড়িয়ে
ঘুড়িহীন নাটাই হাতে ।
০৮/০৮/২০২০ইং
অনলাইনে উপস্থিত | |
সদস্য: ০ | অতিথি: ১ |
২১০৬৬ | |
আজ | ৭ |
গতকাল | ২ |
এই সপ্তাহে | ১৯ |
এই মাসে | ১৯ |