আজ ৬ চৈত্র, ১৪২৯
 “স্বপ্ন উড়াও” এর পক্ষ থেকে সকল বয়সের শিক্ষার্থী জন্য সাধারন জ্ঞান কুইজ প্রতিযোগিতা চাকরী না হওয়া পর্যন্ত । অংশগ্রহন করে প্রতিমাসে জিতে নাও শিক্ষাবৃত্তি ,মেধাবি ০৩জন । 
logo
অমূল্য চাঁদের আলো

অমূল্য চাঁদের আলো

বাউন্ডূুলে রবীন

তুমি পারবে , কর

পারার জন্য করা দরকার ।

করার জন্য কথা দিয়ে, কথা ঠিক রাখা 

কথা টাকার জন্য রঙ্গীন আঁকা ।

রঙ্গীন সে তো সূ্র্যের রশ্মির লিখা 

লিখা জ্ঞানী লোকের অনুভবতা ।

লিখতে গেলে চাঁদের দেখা

চাঁদ জোৎস্নার মায়াবতা ।

মায়াতে হয় মানবতা

মানবতাও দেখি জ্ঞানীর দেখা  ।

জ্ঞানীদের জ্ঞান আরোহন,অমূল্য চাঁদের আলো

আলো শক্তির উৎসের যোজন ।

শক্তি এক জনার গঠন 

একমুখী রাস্তায় ভ্রমীত ভূবন ।

অন্ধকারে জোৎস্না,ভূবনে আলো ,অন্ধকারে শেষ মিশা 

জোস্না আলোর প্রতিবিম্ব শীতল পরশের আশা ।

আলো জোস্না মিশে

স্বর্গাশ্মি জ্বলবে কিসে ? কোথায়  ? কার ? কবে ?

জ্বলাবে সেই স্বর্গাশ্মি ,আলোর মিশ্রন আলোতে লিখা 

সৃজিবে এক জীবনে ।

১৭-১১-২০১৭ইং

উৎস্বর্গঃ নূরে ওমর নাধহিরা -কে

swapnourao.addbobd.com

 



কুইজ

জানা-অজানা
  • নিম্নোক্ত দেশগুলির মধ্যে লোহা ও ইস্পাত শিল্প প্রায় সম্পূর্ণরূপে আমদানি করা কাঁচামালের উপর নির্ভরশীল?
    ব্রিটেন
    জাপান
    পোল্যান্ড
    জার্মানি
  • কে BALLPOINT PEN আবিষ্কার করেছেন?
    Biro Brothers
    Waterman Brothers
    Bicc Brothers
    Write Brothers
  • গ্যালিলিও কি উদ্ভাবন করেছেন?
    ব্যারোমিটার
    পেন্ডুলাম ঘড়ি
    মাইক্রোস্কোপ
    থার্মোমিটার
  • আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) সদর দফতর
    ভিয়েনা
    জেনেভা
    রোম
    প্যারিস
  • এই সিরিজটি দেখুন: 2, 1, (1/2), (1/4), ... পরবর্তী সংখ্যা কত হবে?
    (1/3)
    (1/8)
    (২/8)
    (1/16)


অঙ্কন

ফটোগ্রাফী

ভিডিও ক্লিপ

কমিকস্

দর্শনের জরীপ
অনলাইনে উপস্থিত
সদস্য: ০ অতিথি: ১

২১০৬৩

আজ
গতকাল
এই সপ্তাহে১৬
এই মাসে১৬