অমূল্য চাঁদের আলো
বাউন্ডূুলে রবীন
তুমি পারবে , কর
পারার জন্য করা দরকার ।
করার জন্য কথা দিয়ে, কথা ঠিক রাখা
কথা টাকার জন্য রঙ্গীন আঁকা ।
রঙ্গীন সে তো সূ্র্যের রশ্মির লিখা
লিখা জ্ঞানী লোকের অনুভবতা ।
লিখতে গেলে চাঁদের দেখা
চাঁদ জোৎস্নার মায়াবতা ।
মায়াতে হয় মানবতা
মানবতাও দেখি জ্ঞানীর দেখা ।
জ্ঞানীদের জ্ঞান আরোহন,অমূল্য চাঁদের আলো
আলো শক্তির উৎসের যোজন ।
শক্তি এক জনার গঠন
একমুখী রাস্তায় ভ্রমীত ভূবন ।
অন্ধকারে জোৎস্না,ভূবনে আলো ,অন্ধকারে শেষ মিশা
জোস্না আলোর প্রতিবিম্ব শীতল পরশের আশা ।
আলো জোস্না মিশে
স্বর্গাশ্মি জ্বলবে কিসে ? কোথায় ? কার ? কবে ?
জ্বলাবে সেই স্বর্গাশ্মি ,আলোর মিশ্রন আলোতে লিখা
সৃজিবে এক জীবনে ।
১৭-১১-২০১৭ইং
উৎস্বর্গঃ নূরে ওমর নাধহিরা -কে
swapnourao.addbobd.com
অনলাইনে উপস্থিত | |
সদস্য: ০ | অতিথি: ১ |
২১০৬৩ | |
আজ | ৪ |
গতকাল | ২ |
এই সপ্তাহে | ১৬ |
এই মাসে | ১৬ |